ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা আওয়ামী লীগ সম্পর্কে বক্তব্য রেখেছেন

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, "যারা ধানমন্ডি ৩২ এ আপনাদেরকে আওয়ামী লীগ নিধন করতে নিয়ে গেছে, তারা আপনাদের ভুল জায়গায় নিয়ে গেছে। সেখানে এখন কোনো আওয়ামী লীগ নেই।" তিনি আরও বলেন, "ধানমন্ডি ৩২ যতই গুড়িয়ে দিন, আওয়ামী লীগ ফিরলে সেটা আবার বানানো হবে। আওয়ামী লীগ এখন সচিবালয়ে, প্রশাসনে, সেনাবাহিনীর ভিতরে, মিডিয়া জগতে এবং তাদের অর্থ রয়েছে তাদের বানানো ব্যবসায়ীদের কাছে। ধানমন্ডিতে আপাতত কিছু নাই।"
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা এসব মন্তব্য করেন।
তিনি আরো বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে, তাদের সমূলে উৎপাটন করতে হলে আমাদের মার্চ টু সচিবালয় করতে হবে, মার্চ টু যমুনা করতে হবে, যেন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে। ফ্যাসিবাদ নির্মূলে শক্তিশালী ভূমিকা পালন করে, বিপ্লবীদের নিয়ে শক্তিশালী ও অংশগ্রহণমূলক একটি সরকার গঠন হয়। বিপ্লব যেন মাঠে না মারা যায়।"
এ মন্তব্যের মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলনের ডাক দিয়েছেন। ছাত্র অধিকার পরিষদের এই সভাপতি আরও দাবি করেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং জনগণের অধিকারের জন্য সংগ্রাম চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন