logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাবিপ্রবিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙে দিল শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ হাসিনা হলের নামফলক ভেঙে দিয়েছেন। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা প্রথমে এই কাজটি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লাইভ রেকর্ড করেন, যা শুরু হওয়ার পর থেকে পুরো দেশে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেন এবং প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙেন। পরে তারা মিছিল করে শেখ হাসিনা হলের দিকে যান এবং সেখানে উপস্থিত নামফলকও ভেঙে ফেলেন। এরপর দুই হলের নাম মুছে দেওয়ার জন্য রঙ দিয়ে এদের ওপর কালির আঁচড় দেন।

ইইসিই বিভাগের শিক্ষার্থী শেখ মুজাহিদ হোসেন মন্তব্য করেন, “আমরা প্রতিবাদ জানাই, কারণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার অপপ্রচার এবং বিভিন্ন কূটকৌশল আমরা আর সহ্য করব না। এই ঘটনার পর, শেখ হাসিনার লাইভ রেকর্ডের প্রতিবাদে আমরা দুই হলের নামফলক মুছে দিয়েছি।"

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মজনু আলম বলেন, “আমরা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তবে আওয়ামী লীগের অপপ্রচার থেমে নেই। আজ শেখ হাসিনার লাইভ রেকর্ডের প্রতিবাদে আমরা হলের নাম মুছে দিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নামকরণে জুলাই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত হওয়ার দাবি জানাচ্ছি।”

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে তৈরি করা ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়ে গেছে
বগুড়ায় গুলিতে হত্যাচেষ্টায় শেখ হাসিনা-কাদেরসহ ৪৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, মোট টাকার পরিমাণ ১ হাজার ৪৯ কোটি টাকা
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
12