বিমানের ৬০ হাজার টিকিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি!

প্রতিবছর এপ্রিল থেকে হজের আগ পর্যন্ত সৌদি আরবে এক বিশাল কাফেলা যায় এবং হজের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ২০ থেকে ২২ হাজার মানুষ ওমরাহ করতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়। এই সময়ে টিকিটের মূল্য সাধারণত স্বাভাবিক থাকে, তবে বর্তমানে ওই টিকিটের মূল্য কয়েকগুণ বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ হজ-ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় জানান, "এ বছর আমাদের ওমরাহর টার্গেট ছিল ৭২ থেকে ৮০ হাজার। কিন্তু বর্তমানে ট্রাভেল এজেন্সিগুলোর কাছে প্রতিদিন ২০০ থেকে ২৫০টি পাসপোর্ট থাকলেও কোথাও কোনো টিকিট নেই।"
তিনি আরও বলেন, "এমনকি যখন এত বড় টার্গেট নেওয়া হয়েছিল, ঠিক সেই সময় সিন্ডিকেটের সদস্যরা এক দিনের মধ্যে ২১ হাজার টিকিট ব্লক করে ফেলে। এইভাবে তারা মোট ৬০ হাজার টিকিট ব্লক করে ফেলে, যার ফলে বাজারে টিকিটের কৃত্রিম সংকট তৈরি হয়েছে।"
ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, "সম্প্রতি সৌদি এয়ারলাইনস ঢাকা থেকে জেদ্দা হয়ে ঢাকা আসার জন্য টিকিটের মূল্য ৮১৫ ডলার নির্ধারণ করেছিল ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত। পরে ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত তা ৮৫০ ডলার এবং ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭৪০ ডলার করা হয়েছিল। তবে এখন টিকিটের বাজারমূল্য ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে, আর জরুরি ভিত্তিতে দু-এক দিন আগে টিকিট কেনার জন্য এক লাখ ৬০ হাজারের ওপরে দাম দিতে হচ্ছে।"
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ অনৈতিক মূল্যবৃদ্ধির শিকার না হয়।
জাগতিক /এস আই
মন্তব্য করুন