logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে 

অনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০১
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে mv ELPIDA GR জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা এই ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে mv ELPIDA GR জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে ৩০ হাজার ১২০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যেই গম খালাসের কার্যক্রম শুরু হয়ে গেছে। এই গমটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে, বিশেষ করে আসন্ন রমজান মাসে, যখন দেশের খাদ্য সরবরাহে চাপ বাড়ে।

এই গম আমদানির মাধ্যমে সরকার খাদ্য মজুদ বাড়ানোর পাশাপাশি মূল্য স্থিতিশীল রাখতে পদক্ষেপ নিয়েছে, যাতে সাধারণ মানুষ রমজানে সাশ্রয়ী দামে ফল ও অন্যান্য খাদ্যদ্রব্য পেতে পারেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
উন্নত চিকিৎসার জন্য তামিমের বিদেশ গমন
গাজায় গমের একটা দানাও ঢুকবে না
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের আগে যানজট, ১৫ কিলোমিটার দীর্ঘ জটলা
12