logo
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শুল্ক বৃদ্ধি

বেনাপোল দিয়ে দুদিন ধরে ফল আমদানি বন্ধ

অনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯
ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দুদিন ধরে ফল আমদানি বন্ধ রয়েছে, যা মূলত অতিরিক্ত শুল্ক কর আরোপের কারণে ঘটেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন ধরনের ফলের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় আমদানিকারকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমদানিকারকরা জানিয়েছেন, শুল্ককর প্রত্যাহার না করা হলে তারা বেনাপোল বন্দর দিয়ে কোনো ফল আমদানি করবেন না।

বেনাপোল বন্দর সাধারণত ভারতীয় আঙুর, কমলা, আপেল, আনারসহ বিভিন্ন ধরনের ফল আমদানি করে থাকে। তবে, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড ৯ জানুয়ারি থেকে তাজা ফলের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছে, যার ফলে আমদানি করা ফলের সরবরাহ কমে গিয়ে বাজারে দাম বেড়ে গেছে। ফলের দাম বাড়ার কারণে ক্রেতাদের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে এবং ব্যবসায়ীরা আগের মতো ফল আমদানি করতে পারছেন না।

গত কয়েকদিনে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৭০ ট্রাক ফল আমদানি করা হলেও এখন তা ১০ থেকে ১৫ ট্রাকে নেমে এসেছে। এর ফলে সরকারের রাজস্ব আয়ও কমে গেছে, যা আগে প্রতিদিন ১৮-২০ কোটি টাকার ছিল, বর্তমানে তা ৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, গত ২ দিন ধরে ফল আমদানি বন্ধ রয়েছে এবং শুল্ক বৃদ্ধির কারণে ফলের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছেন। তবে, আমদানিকারকরা ফল আমদানি শুরু করলে বন্দর থেকে সব ধরনের সুবিধা দেয়া হবে।

এদিকে, আসন্ন রমজান মাসে ফলের ওপর নির্ভরশীল দেশের জনগণকে এই উচ্চ শুল্কের কারণে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ভারতের কাশ্মীরে পাহেলগাঁওয়ে অস্ত্রধারী হামলা
বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর
ইরানের সঙ্গে ব্যবসা, মার্কিন নিষেধাজ্ঞার কবলে দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী
ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল কামনা করে না
12