বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে পিঠা উৎসব

বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজে শীতের পিঠা উৎসব আয়োজন করেছে, যা এই শীতকালকে আরও প্রাণবন্ত করে তুলেছে। পিঠা ছাড়া শীত অসম্পূর্ণ, এবং এই ঐতিহ্যবাহী পিঠার মিষ্টি স্বাদে সবার মন জুড়ে যায়। নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য, বিশেষ করে শীতের পিঠার সাথে পরিচিত করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়।
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, বাহারি রকমের পিঠা দিয়ে সাজানো এই উৎসবে অংশগ্রহণ করেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। উৎসবটি সবার মধ্যে শীতকালীন আনন্দ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জাগানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, "পিঠা শুধু রসনা বিলাশের অংশ নয়, এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যেরও এক অংশ। এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে ঐতিহ্য সম্পর্কে সচেতন করার একটি চমৎকার মাধ্যম।"
উৎসবে বিভিন্ন ধরনের পিঠার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন