আসিফ মাহমুদ
আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সফল হবে না

ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ছয় মাস পর আবারো রাজনীতিতে সক্রিয় হতে চেষ্টা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি ফেব্রুয়ারি মাসজুড়ে নানান কর্মসূচি ঘোষণা করেছে। তবে, এসব কর্মসূচির মাধ্যমে কোনভাবেই আওয়ামী লীগকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্বরস্বতী পূজা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “পাঁচই অগাস্টের পর থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজে বেড়াচ্ছে এবং এখন নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। তারা আবারো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, তবে এতে সফল হবে না।”
আসিফ মাহমুদ আরও বলেন, “ফেব্রুয়ারিতে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ এসব ষড়যন্ত্রে অংশ নেবে না।” তিনি আশ্বস্ত করেন, জনগণের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সরকার সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মন্তব্য করুন