logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল মহাখালী-গুলশান সড়ক

অনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৫
ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে আবারও মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তারা কলেজের সামনে বাঁশ ফেলে রাস্তা বন্ধ করে দেন, ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, টানা ছয় দিন ধরে তারা তাদের দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে কলেজের মূল ফটকের সামনে ছয়জন শিক্ষার্থী অনশন করছেন। তাদের পাশে আরও শিক্ষার্থীরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন।

অবরোধের সময় শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া সংবলিত স্লোগান দিতে দেখা গেছে। তারা বলছিলেন—

"আমার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে!"
"শাহবাগ না মহাখালী, মহাখালী! মহাখালী!"

তবে অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী যানবাহন চলাচলের জন্য তারা রাস্তা ছেড়ে দেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি।

এর আগে রবিবার (২ ফেব্রুয়ারি) রাতেও শিক্ষার্থীরা "বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি ও কলেজ শাটডাউন" কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছেন—

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং তিতুমীর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের শিক্ষার নিশ্চয়তা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কমিশন গঠনে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে, রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির জন্য আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, এই অবরোধের কারণে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মহাখালী-গুলশান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কীভাবে পরিস্থিতি সামাল দেয় এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান
রাজনীতি জড়িত থাকলে কুয়েটের শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের নির্দেশ
কোটা বাতিল চেয়ে শাবি শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
12