মাদারীপুরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত

ছবি: সংগৃহীত
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে বাসের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার ভোরে মুন্সীরবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারকে একটি বাস চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।
ঘন কুয়াশার কারণে সড়কে চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
দ্রুতগতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।
সড়কে দাঁড়িয়ে থাকা যানবাহন থেকে দূরে থাকতে
হবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন