জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ গণঅনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ গণঅনশন কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতাকর্মীরা। রবিবার, ২ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। অনশনকারীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান গণমাধ্যমে জানান, "বিশ্ববিদ্যালয়ে যে অযৌক্তিক কোটা পদ্ধতি রয়েছে, তা গোড়া থেকেই উপড়ে ফেলতে আমরা অনশনে বসেছি। আমাদের প্রাণের দাবি ছিল, চব্বিশের গণঅভ্যুত্থানে, যে মেধা দিয়েই আমাদের মূল্যায়ন করা হবে, কোনো কোটা দিয়ে নয়।"
তিনি আরও বলেন, "অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন অযৌক্তিক কোটা পদ্ধতি জাবিতে বিদ্যমান থাকা আমাদের জন্য লজ্জাজনক। এমনকি আমাদের ভাইবোনদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা প্রশাসনের জন্যও এটি লজ্জার বিষয়।"
জাবি শাখার নেতাকর্মীরা এই কোটা পদ্ধতি বাতিল না হলে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর আগে, গত বছরও একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছিল, তবে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন।
তারা বলেন, পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য অবহেলা সৃষ্টি করছে এবং এটি শিক্ষা ব্যবস্থার সঠিক উদ্দেশ্যের পরিপন্থী। আন্দোলনকারীরা আশাবাদী, শীঘ্রই প্রশাসন তাদের দাবি নিয়ে ব্যবস্থা নেবে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে, আন্দোলনকারীদের দাবি আদায়ে প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা।
জাগতিক /এস আই
মন্তব্য করুন