গোপনে বাংলাদেশে এসে টিউলিপ সিদ্দিকের তথ্য সংগ্রহ করেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গোপনে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)-এর কর্মকর্তারা। বাংলাদেশে অবস্থানকালে তারা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং টিউলিপের আর্থিক লেনদেনসহ নানা তথ্য সংগ্রহ করেছেন।
বৈঠকে বাংলাদেশি কর্মকর্তারা ব্রিটিশ গোয়েন্দাদের জানিয়েছেন, তারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন কিছু দুর্নীতির তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। ব্রিটিশ তদন্তকারীরা এখন তার ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল এবং অন্যান্য আর্থিক কার্যক্রম যাচাই করার পরিকল্পনা করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় টিউলিপ সিদ্দিকের সংশ্লিষ্টতা থাকতে পারে। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন টিউলিপ। অভিযোগ রয়েছে, তিনি এই চুক্তিতে মধ্যস্থতা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
বাংলাদেশি একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ গোয়েন্দা দলটি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় এই গোপন বৈঠক আয়োজন করে।
ব্রিটিশ তদন্তকারীরা এখন টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পরিকল্পনা করছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হলে ১০ বছর বা তারও বেশি সময়ের কারাদণ্ড হতে পারে।
এর আগে গত বছরের অক্টোবরে এনসিএ-এর কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছিলেন। তখন তারা আশ্বাস দিয়েছিলেন যে, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে তারা সহায়তা করবে।
এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিক বা যুক্তরাজ্যের কোনো সরকারি সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন