logo
  • রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

জাতীয় নাগরিক কমিটিতে নতুন করে যুক্ত হলেন আরও ৪১ জন সদস্য

অনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে নতুন করে আরও ৪১ জনকে যুক্ত করা হয়েছে। এর ফলে কমিটির মোট সদস্য সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য সংখ্যা বৃদ্ধির এই তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‌‘‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে আরও ৪১ জনকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে।’’

এর আগে, গত ডিসেম্বর মাসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আরও ৪০ জন নতুন সদস্যকে যুক্ত করা হয়েছিল। তখন কমিটির মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছিল ১৪৭ জনে।

জাতীয় নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের দাবি জানিয়ে আসছে। নতুন সদস্যদের যুক্ত করার ফলে কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ, অংশ নেবেন জাতীয় নাগরিক কমিটির তরুণ নেতারা
রাজনীতি নাকি বিসিএস, কোনটি বেছে নেবেন সারজিস?
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সারজিস আলম
জিয়াবাদ-মুজিববাদ নয়, জনগণের রাজনীতি চাই’
12