বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হলো
"আমিন আমিন" ধ্বনিতে মুখরিত তুরাগ পাড়

কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত।
মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি কবরবাসীদের মাগফিরাত এবং অসুস্থদের আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। মোনাজাত চলাকালে লাখ লাখ মুসল্লির "আমিন আমিন" ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে তুরাগ পাড়।
আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান অনুষ্ঠিত হয়। ভারতের মাওলানা আব্দুর রহমান মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান প্রদান করেন, যা বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এরপর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক বয়ান করেন, যার অনুবাদ করেন শুরায়ী নেজামের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের।
শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর থেকে আমবয়ান, জিকির-আসকার ও ইবাদতে মশগুল ছিলেন মুসল্লিরা। এদিন ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ, যা বাংলায় অনুবাদ করেন মুফতি উসামা ইসলাম।
সকাল ১০টায় তালিমের পর ওলামাদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। মাদ্রাসার ছাত্রদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ। বাদ জোহর মাওলানা ইসমাঈল গোদরা, বাদ আসর মাওলানা জুহায়ের এবং বাদ মাগরিব ফের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান দেন।
বাদ আসর মাওলানা জুহায়ের তার বয়ানে বলেন, "ইমান আল্লাহ তায়ালার বড় নেয়ামত। এই নেয়ামতকে কাজে লাগিয়ে দুনিয়ার পরিবর্তে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। যৌবনের কদর করতে হবে, সুস্থতার কদর করতে হবে। আল্লাহ আমাদের যে নেয়ামত দিয়েছেন, তা যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি।"
আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কলকারখানায় ছুটি ঘোষণা করা হয়, যাতে কর্মজীবীরা নির্বিঘ্নে মোনাজাতে অংশ নিতে পারেন।
তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। আজ রবিবার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হলেও আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ, যা ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাদ অনুসারীদের আয়োজিত দ্বিতীয় পর্ব, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
বিশ্ব ইজতেমার প্রথম ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
জাগতিক /এস আই
মন্তব্য করুন