গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিহত ১

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে এম অ্যান্ড ইউ ট্রিমস্ নামের কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গুদামে থাকা কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ দূর থেকেও শোনা যায়।
খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদ হাসান জানিয়েছেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের সময় একজন নিহত হয়েছেন। তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাগতিক/এআর
মন্তব্য করুন