logo
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মাদক মামলায় সম্রাটের বিচার শুরু

অনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে মাদক মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার এই মামলায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। একইসঙ্গে জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার চার্জ শুনানির দিন ধার্য ছিল। তবে সম্রাট ও আরমানের আইনজীবীরা সময় আবেদন করেন, যা আদালত নামঞ্জুর করেন।

পরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের আদেশ দেন বিচারক। একইসঙ্গে জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সম্রাট ও আরমানের আইনজীবীরা তাদের অসুস্থতার কথা জানিয়ে সময়ের আবেদন করেছিলেন। তবে আদালত সেটি গ্রহণ করেননি। আদালতের এ সিদ্ধান্তের ফলে তাদের এখন পুনরায় গ্রেফতার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‍্যাব।

পরে তাদের কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। ওই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পরদিন (৭ অক্টোবর) র‍্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা করেন। ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র মামলায় এবং ৯ ডিসেম্বর মাদক মামলায় তদন্ত শেষে র‍্যাব-১ এর কর্মকর্তারা চার্জশিট দাখিল করেন।

২০২২ সালের ১১ এপ্রিল সম্রাট ও আরমান জামিন পান। তবে চলতি বছরের ১৬ জানুয়ারি তার বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জ গঠন হয় এবং ওই মামলায়ও তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সম্রাট ও আরমানকে গ্রেফতার করে আদালতে হাজির করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলার পরবর্তী শুনানির তারিখ এখনো জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী যুবলীগের নেতা গ্রেফতার
যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততা, একজন আটক
প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে উত্তেজনা, যুবলীগের শোডাউনে গ্রেপ্তার ২
যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে সাইফুলকে হত্যা
12