logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অটোরিকশা চালকদের ৮ দাবি চূড়ান্ত নীতিমালাসহ

অনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:০৬
ছবি: সংগৃহীত

রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ব্যাটারিচালিত থ্রি-হুইলার অটোরিকশা ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশসহ আট দফা দাবি জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবিগুলো উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো:

১. নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান।

২. কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা এবং এসব যানবাহন চলাচল বন্ধ না করা।

৩. গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা।

৪. বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে ইলেকট্রিক বা ব্যাটারিচালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা।

৫. প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইক, রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের জন্য সার্ভিস রোড বা বাই লেন নির্মাণ করা।

৬. ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক জব্দ বন্ধ করা এবং জব্দ করা গাড়ি ও ব্যাটারি ফেরত দেওয়া।

৭. চালক ও সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৮. সড়কে চাঁদাবাজি, হয়রানি ও ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ছিনতাইকারী চক্রের হোতাদের গ্রেফতার করে চালকদের নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া, সমাবেশে শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন। সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক রোকসানা আফরোজ আশা। এ সময় এস এম কাদির, দাউদ আলী মামুন ও আফজাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

জাগতিক/এসআই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ
বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীরের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ সংগঠনের সভা, সমাবেশ ও প্রচারণায় কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি
12