logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কেউ জানে না

সাত কলেজের অভিভাবক কে?

অনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৫, ১১:৪০
ছবি: সংগৃহীত

রাজধানীর সাত কলেজকে ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে নেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই অধিভুক্তি বাতিল করা হয়েছে। ফলে কলেজগুলো এখন আর ঢাবির অধীনেও নেই। তবে বর্তমানে এই কলেজগুলোর প্রশাসনিক তত্ত্বাবধান কে করবে, তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।

অধিভুক্তি বাতিলের ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, এই শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছিল ৬ জানুয়ারি, যা চলার কথা ছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু ঢাবি থেকে আলাদা হওয়ায় এখন কীভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে, তা নিয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ—এই সাত কলেজের প্রায় দুই লাখ শিক্ষার্থী এবং এক হাজারের বেশি শিক্ষক বর্তমানে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

অধ্যক্ষরা জানিয়েছেন, তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন এবং সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই তারা পরিচালিত হবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সাত কলেজের জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয় গঠনের সম্ভাব্যতা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ডিসেম্বরে উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়।

কমিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। তবে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, নতুন শিক্ষার্থীদের ঢাবির অধীনে আর ভর্তি করা হবে না। তবে বিদ্যমান শিক্ষার্থীরা ঢাবির অধীভুক্ত হিসেবেই থাকবেন।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামছুন নাহার বলেন, হঠাৎ অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় নতুন কোনো পরিকল্পনা হাতে নেওয়া যায়নি। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো স্পষ্ট নির্দেশনা আসেনি।

সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের মৌসুম চলছে। তাই দ্রুত সময়ের মধ্যে সরকার এই সংকটের সমাধান করবে বলে তিনি আশাবাদী।

সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দেন।

একই সঙ্গে তিনি জানান, আসনসংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি। তবে, এই কলেজগুলোকে কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতা অপুর সদস্যপদ স্থগিত
অধ্যাপক সি আর আবরার নতুন উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে শপথ নিলেন
12