স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান
যেভাবেই হোক সীমান্ত হত্যা বন্ধ করতে হবে

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেভাবেই হোক ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। তিনি উল্ল্যেখ করেন, আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফের ৫৫তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিএসএফ, ভারতীয় নাগরিক ও উসকানিমূলক কার্যক্রমের কারণে সীমান্তে হত্যা ও নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো বন্ধের বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
তিনি আরো বলেছেন, "বিএসএফের কিছু দুষ্কৃতকারী আমাদের নাগরিকদের সীমান্ত থেকে ধরে নিয়ে যায়, বিশেষ করে কৃষিকাজের সময়। এটি বন্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।"
সীমান্তে অবৈধ পারাপার রোধেও আলোচনা হবে। তিনি বলেন, "ভারতীয় নাগরিকরা অনেক সময় সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এটি যেন না ঘটে, সে বিষয়ে আলোচনা করা হবে।"
এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কী করা যাবে, তা নির্ধারণের বিষয়েও আলোচনা হবে। তিনি জানান, কিছু কাজ পারমিশন ছাড়া করা যায় না, কিন্তু অনেক সময় তা করার চেষ্টা হয়। এ বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় থাকতে হবে।
বিজিবি-বিএসএফের এই বৈঠকে মাদক পাচার, সীমান্ত পিলার ও অন্যান্য নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হবে।
এছাড়া, বাংলাদেশের নদীর পানি সুষম বণ্টন ও পানিচুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মন্তব্য করুন