logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আতশবাজি থেকেই আগুন

নারায়ণগঞ্জে পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৫, ১২:০৭
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকায় একটি পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে আতশবাজির আগুন থেকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার ভেতরে থাকা পলিথিন তৈরির দানা, কার্টন ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের ভেতরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফোটানো হয়। সেই আতশবাজির আগুন ছিটকে গিয়ে লালপুরের ওই পলি কারখানায় পড়ে। মুহূর্তের মধ্যেই কারখানাটি দাউদাউ করে জ্বলতে শুরু করে।

কারখানার মালিক সুমন মিয়া বলেন, "আতশবাজির আগুনের স্ফুলিঙ্গ কারখানার এক পাশে পড়ে আগুন ধরে যায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।"

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, "আগুনের খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পোহাতে হয়েছে।"

তিনি আরও বলেন, "সোয়া ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। তবে কারখানার মজুতকৃত কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।"

সম্প্রতি নারায়ণগঞ্জের একাধিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৩ ডিসেম্বর ফতুল্লার পিলকুনী এলাকায় বিসমিল্লাহ ডাইং কারখানায় এবং ১৫ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বউ বাজার শান্তিনগর এলাকায় দুটি কারখানায় আগুন লাগে।

বিশেষজ্ঞরা বলছেন, কারখানাগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকায় এবং আশেপাশে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। অগ্নিকাণ্ড রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জন নিহত
রামপুরার টিভি সেন্টারের পাশে সিএনজিচালিত অটোরিকশার একটি গ্যারেজে অগ্নিকাণ্ড
12