logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সালমান এফ রহমান মুচকি হেসে

নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন

অনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৫, ১০:২২
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে হাজির হয়ে সরকারের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন। আদালতে উপস্থিত হয়ে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় মুচকি হেসে বলেন, ‘নেত্রী কী বার্তা দিয়েছেন?’ পরে তিনি আরও বলেন, ‘নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন।’

সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনকে হাজির করা হয়। এ সময় বিচারক উপস্থিত ছিলেন না, তাই আসামিরা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পান।

সালমান এফ রহমান তখন তার আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। জবাবে আইনজীবীরা জানান, ‘রোববার ইবতেদায়ি শিক্ষকদের মারধর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। শুনেছি, ২ জন মারা গেছে।’

এসময় সালমান এফ রহমান তার কোম্পানির শ্রমিকদের প্রসঙ্গ টেনে বলেন, ‘সরকার আমার ৪০ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে। ১০ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক। এখন দেশের যে অবস্থা

এক সাংবাদিক যখন কারাগারে তার অবস্থা সম্পর্কে জানতে চান, তখন সালমান এফ রহমান বলেন, ‘সাংবাদিকরা লেখে—আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময়ে খাবার দেয় না। রাতের খাবার বিকাল ৪টায় দেয়। কুরআন শরিফ দেয় না, জায়নামাজও দেয় না। ফোনে পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি অনেক আগে থেকেই বন্ধ। আমি ফ্লোরে ঘুমাই।’
রিমান্ডে নেওয়া হচ্ছে সালমান এফ রহমানকে

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান এফ রহমানকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা
সরকারি কাজে বাধা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আটক, মুচলেকায় মুক্তি
৫ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার
12