logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাত কলেজ  নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা

অনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি জানিয়েছেন, আট বছর আগে এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন জটিলতার সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা বলেন, সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সময়ের প্রয়োজন।

তিনি আরও বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া এবং এর কাঠামো তৈরি করতে কিছু সময় লাগবে। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মডেল তৈরি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ চলছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথমে সংবিধি তৈরি করতে হয়, যার মাধ্যমে শিক্ষক নিয়োগ, আইনগত বিষয়াদি এবং অর্থনৈতিক বিষয়সমূহের সমাধান হবে। এছাড়া, সনদ প্রদান করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সনদ পাওয়ার আগে কোন শিক্ষার্থীকে ভর্তি করানো বেআইনি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে, এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের এ পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতা অপুর সদস্যপদ স্থগিত
অধ্যাপক সি আর আবরার নতুন উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে শপথ নিলেন
12