logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সংঘর্ষে ক্লাস-পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার কারণে আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাবি এবং সাত কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, “অনিবার্য কারণবশত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।” একই সিদ্ধান্ত সাত কলেজের ক্ষেত্রেও প্রযোজ্য।

এদিকে, সাত কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি ঢাকার সাতটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।

আজই ঢাবি উপাচার্যের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ঢাবি উপাচার্য আশা প্রকাশ করেছেন যে, আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে যে সোমবার কোনো ক্লাস বা পরীক্ষা হবে না।”

এর আগে রোববার রাতে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের বাধা দিতে ঢাবির শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।

ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে ৩টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল ত্যাগ করে।

জাগতিক /এআর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফের ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ
আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে একদিনের ছুটি
ঢাবি ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে রাজনৈতিক উত্তাপ
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা
12