ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থাকা সরকারি সাত কলেজের সাথে ঢাবির সম্পর্ক শেষ হচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই সাত কলেজের ভর্তি পরীক্ষা আলাদাভাবে আয়োজন করা হবে।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ঢাবি প্রশাসনের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালীন রাতে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৭ জন আহত হন।
সাত কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাবির অধিভুক্ত থাকার কারণে তাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরীক্ষার ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, সেশনজট এবং প্রশাসনিক জটিলতার মতো সমস্যাগুলো সমাধান না হওয়ায় তারা অধিভুক্তি বাতিলের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাত কলেজের পৃথক ব্যবস্থাপনায় তাদের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অধিভুক্তি বাতিলের ফলে সাত কলেজ পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ হবে।
সাত কলেজের ভর্তি পরীক্ষার আয়োজন, ফলাফল প্রকাশ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভবিষ্যতে কীভাবে প্রভাবিত করবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও আলাদা ব্যবস্থাপনায় সেশনজট ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজগুলো হলো:
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৪. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৫. কবি নজরুল সরকারি কলেজ
৬. সরকারি তিতুমীর কলেজ
৭. সরকারি বাংলা কলেজ
শিক্ষা ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ পরিবর্তন কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন