logo
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে ঝটিকা মিছিল

যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততা, একজন আটক

অনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৩
ছবি: সংগৃহীত

জামালপুরে আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মুজিব বাহিনীর ব্যানারে প্রকাশ্য দিবালোকে ঝটিকা মিছিল করেছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে জামালপুর পৌর শহরের ফৌজদারি মোড় থেকে শেরপুর ব্রিজ বাইপাস সড়ক পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি “মুজিব বাহিনী জামালপুর” ব্যানারে আয়োজিত হয়। ব্যানারে লেখা ছিল, “জয় শেখ হাসিনা, জয় বাংলা, জয় মুজিববাদ” এবং এতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ছবি ছিল। মিছিলকারীদের মধ্যে ২০-২৫ জনকে মাস্ক পরে অংশ নিতে দেখা যায়।
মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন জামালপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন ফারাজী। তার ফেসবুক আইডি ‘আল আমিন ফারাজী’ থেকে মিছিলটি সরাসরি প্রচার করা হয়।

মিছিলের পর জামালপুর থানা পুলিশ আল আমিন ফারাজীর বাড়িতে অভিযান চালিয়ে শহিদুল নামে একজনকে আটক করে। শহিদুল জামালপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন ফারাজীর চাচাতো ভাই বলে জানা গেছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ফয়সল আতিক জানান, মিছিল আয়োজন ও লাইভ করার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় বাকিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীর অংশগ্রহণ নিয়েও চলছে আলোচনা। যদিও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ, তবুও তাদের এমন কর্মকাণ্ডে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।

মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়রা মুজিব বাহিনীর নামে এ ধরনের কর্মকাণ্ডকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বলে মন্তব্য করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে এমন কর্মকাণ্ড যেন পুনরায় না ঘটে, সে জন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আরও তথ্য জানার জন্য সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী যুবলীগের নেতা গ্রেফতার
জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩, এক ঘণ্টা পর সচল রেলপথ
আওয়ামী লীগ দেশীয় শক্তি না, বিদেশী ‘প্রতিস্থাপিত শক্তি’!
গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি
12