প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে উত্তেজনা, যুবলীগের শোডাউনে গ্রেপ্তার ২

ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়ানোর পর নোয়াখালীর চাটখিল উপজেলায় যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গুজবটি শুনে যুবলীগের নেতাকর্মীরা সন্ধ্যার দিকে বানসা বাজারে শোডাউন করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “শোডাউনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে এবং তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটক রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের শনিবার (২৫ জানুয়ারি) নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নজরদারি বাড়িয়েছে।
জাগতিক /এআর
মন্তব্য করুন