ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহর থেকে ১০৬ কিলোমিটার পূর্বে, মিয়ানমারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এ ধরনের ভূমিকম্প ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা স্মরণ করিয়ে দেয়। ভূমিকম্পের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন