logo
  • শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

রয়েল এনফিল্ড হান্টারকে টেক্কা দিতে রেট্রো বাইক আনছে হোন্ডা

অনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫
ছবি: সংগৃহীত

বর্তমানে নিও-রেট্রো বাইকের দুনিয়ায় রয়েল এনফিল্ড হান্টার ৩৫০-এর জনপ্রিয়তা তুঙ্গে। এবার হোন্ডা একটি নতুন বাইক নিয়ে আসার পরিকল্পনা করছে, যা এই সেগমেন্টে প্রতিযোগিতা জোরদার করতে পারে। সম্প্রতি প্রকাশিত একটি পেটেন্ট ছবিতে এই নতুন বাইকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই মডেলটি হোন্ডার হর্নেট ২.০ মডেলের উপর ভিত্তি করে তৈরি। তবে এতে বেশ কিছু ভিন্নতা এবং উন্নত ফিচারও রয়েছে।


ছবিতে দেখা গেছে, বাইকটিতে আপসাইড-ডাউন (ইউএসডি) ফ্রন্ট ফর্ক, অ্যালয় হুইল, এবং নিসিন ক্যালিপারের সঙ্গে পেটাল-টাইপ ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ইঞ্জিন এবং চ্যাসিসের ক্ষেত্রেও হর্নেট ২.০-এর কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। তবে ইঞ্জিনের ক্র্যাঙ্ককেস আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া সিবি১৯০আর-এর মতো দেখতে।

নতুন মডেলটিতে গোলাকার এলইডি হেডল্যাম্প, ছোট টার্ন সিগন্যাল, এবং কমপ্যাক্ট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। ফুয়েল ট্যাঙ্কটি শক্তিশালী এবং পেশিবহুল, যা স্টাবি টেইল সেকশনের সঙ্গে মিলিয়ে ডিজাইন করা হয়েছে। রাইডারের আরাম নিশ্চিত করতে একক ইউনিটের সিটও দেওয়া হয়েছে।

বর্তমানে হোন্ডার হর্নেট ২.০-এর দাম ভারতে ১ লাখ ৪৩ হাজার রুপি (এক্স-শোরুম)। নতুন মডেলের দাম কিছুটা বেশি হতে পারে, তবে তা প্রতিযোগিতামূলক রাখার সম্ভাবনা রয়েছে। হোন্ডার লক্ষ্য বাজেট-বান্ধব একটি নিও-রেট্রো বাইক তৈরি করে ভারতীয় বাজারে এই সেগমেন্টে শক্ত অবস্থান গড়ে তোলা।

যদিও বাইকটির লঞ্চ তারিখ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আশা করা যায়, হোন্ডা শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। নিও-রেট্রো স্টাইল, উন্নত পারফরম্যান্স এবং আধুনিক ফিচারসমৃদ্ধ এই বাইকটি ক্রেতাদের জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে।

হোন্ডার এই উদ্যোগ নিও-রেট্রো বাইকের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এখন শুধু অপেক্ষা, কবে এই বাইক বাজারে আসে।

জাগতিক /আ-র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়