ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। জনগণের উচিত প্রথম দিন থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা যদি শুরু থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, তাহলে এত গুম, খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতো না।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারেক এজাজের আদালতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলার আপিল শুনানি হয়। আদালত রায়ের তারিখ আগামী ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন।
মাহমুদুর রহমান বলেন, "এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন। মামলা দায়েরের সময় আমি পত্রিকা অফিসে বন্দি ছিলাম, যেটি পুলিশ ও র্যাব ঘিরে রেখেছিল। এটি প্রমাণ করে সরকার কীভাবে মিডিয়ার কণ্ঠরোধ করতে চেয়েছে।
মাহমুদুর রহমান দাবি করেন, "শেখ হাসিনার বিদায় হয়েছে, তবে ফ্যাসিবাদ পুরোপুরি শেষ হয়নি। সরকারের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব এখনো রয়ে গেছে।" তিনি বলেন, "ফ্যাসিবাদ ও মিডিয়ার দমননীতির বিরুদ্ধে আমি যতদিন জীবিত থাকব, লড়াই চালিয়ে যাব। আমার বিরুদ্ধে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপসহ শতাধিক মামলা রয়েছে। এসব মামলা ছিল বিরোধীদের দমন করার কৌশল।
তিনি আরও বলেন, "আশা করি, আদালতের রায়ে আমি ন্যায়বিচার পাব। বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, তবে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। অতীতে বিচার বিভাগের সহযোগিতায় ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। তবে এবার জনগণ সতর্ক থাকবে।
মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল আমিন বলেন, "এ মামলায় কোনো যথাযথ সাক্ষ্য-প্রমাণ ছিল না। বিচারক চাপের মুখে রায় দিয়েছেন। মামলায় জয়কে গাড়ি করে পৌঁছে দেওয়া হয়েছিল, যা পক্ষপাতিত্বের প্রমাণ।
২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পাঁচ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।
মাহমুদুর রহমান জনগণকে আহ্বান জানান, আর কোনো ফ্যাসিবাদী সরকারকে দেশে জায়গা দেবেন না। স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন