logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১০ বছরের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে: নুরুল হক নুর

অনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:৪৬
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক রাজনৈতিক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, আমাদের দেশের দুটি বড় রাজনৈতিক দল হল আওয়ামী লীগ ও বিএনপি। যারা আগে বিএনপিকে সমর্থন করতো না, তারা আওয়ামী লীগকে সমর্থন করতো। তবে, সবাই অপরাধে যুক্ত ছিল না। আমার মতে, যারা অপরাধে জড়িত ছিল না, তাদের নির্বাচন করার অধিকার থাকা উচিত।

তিনি আরও বলেন, যারা গণহত্যায় বা অন্য কোনো অপরাধে জড়িত নয়, তারা হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগের নাম নিয়ে নির্বাচন করতে চাইবে না। বরং তারা অন্য কোনো রাজনৈতিক দলের দিকে যাবে।

নুরুল হক নুর জাতীয় নির্বাচনের প্রসঙ্গে বলেন, কিছু কিছু জায়গায়, যেমন গোপালগঞ্জে, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যেতে পারে। তবে, জাতীয় নির্বাচনে তাদের কোনো জায়গা দেওয়া উচিত নয়। সাধারণ জনগণ যে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, সেখানে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না।
তিনি সতর্ক করে বলেন, "যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, তবে তারা পুনরায় ক্ষমতায় এসে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাদের এত কষ্ট, আন্দোলন ও ত্যাগের কোনো মূল্য থাকবে না।

নুর কিছু রাজনৈতিক দলের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল এখন সুবিধাবাদী হয়ে উঠেছে। তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। অথচ তাদের মূল উদ্দেশ্য হল আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের পক্ষে নেওয়া। এটি স্পষ্টতই জনগণের আন্দোলনের সঙ্গে প্রতারণা।

নুরুল হক নুরের এ বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তিনি আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে বলেছেন, জনগণের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ ফিরে আসলে বিপ্লবীদের ফাঁসিতে ঝোলাবে: রাশেদ খান
গাজীপুরে ‘টিউলিপ’স টেরিটরি’: ক্ষমতার নীরব সাক্ষী এখন পরিত্যক্ত বাগানবাড়ি
সাবেক এমপি মোস্তফা জালালকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে
নমরুদের মতো ক্ষমতায় থেকে হাসিনা নিজেকে আইন-আদালতের ঊর্ধ্বে ভাবেন