পাকিস্তানের উচ্চ পর্যায়ের সেনা প্রতিনিধি দল ঢাকায়, গোপন বৈঠক নিয়ে জল্পনা
পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনা প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় এসেছে। আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি গত মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সূত্র জানায়, সফরের উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু এখনও গোপন রাখা হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
বাংলাদেশের সেনাবাহিনীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে। এর কিছুদিনের মধ্যেই পাকিস্তানি প্রতিনিধি দলের ঢাকা সফর অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষত, এ সফরকে ঘিরে কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা বা স্বচ্ছতা না থাকায় ভারতীয় কূটনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
পাকিস্তানি প্রতিনিধি দলে রয়েছেন
লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক (আইএসআই প্রধান)
মেজর জেনারেল শহিদ আমির আফসার (ডিজি অ্যানালিসিস)
মেজর জেনারেল আলম আমির আওয়ান
মেজর মহম্মদ উসমান লতিফ (এসএসজি কর্তা)
বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর ব্রিগেডিয়ার মেহদি।
পাকিস্তানি দলটি ইতোমধ্যে বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে বলে জানা গেছে। তবে এ বৈঠকগুলো কী বিষয়ে তা নিয়ে কোনো মন্তব্য করেনি বাংলাদেশ বা পাকিস্তান।
ভারতের জন্য বিষয়টি বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ সফরকে ঘিরে আশঙ্কা প্রকাশ করেছে যে, এটি বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কের উন্নয়ন ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
এ সফরের বিস্তারিত উদ্দেশ্য ও ফলাফল নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও এটি বাংলাদেশ-পাকিস্তান সামরিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন