জানুয়ারিতে বিদায় নিতে পারে শীত, শৈত্যপ্রবাহ অনিশ্চিত
এবারের শীত মৌসুম ছিল অপেক্ষাকৃত মৃদু। অন্যান্য বছরের মতো তীব্র শৈত্যপ্রবাহ বা কনকনে ঠান্ডা অনুভূত হয়নি। আবহাওয়াবিদরা মনে করছেন, জানুয়ারির শেষের দিক থেকে শীত আস্তে আস্তে বিদায় নেবে। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার প্রাকৃতিক পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, জানুয়ারির শেষ কয়েকদিনে শীত কিছুটা বাড়তে পারে। তবে শৈত্যপ্রবাহ হবে কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। শৈত্যপ্রবাহ দেখা গেলেও তা স্বল্পস্থায়ী হতে পারে।
এবার তীব্র শীত না পড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশের ওপর একটি নির্দিষ্ট বায়ুর প্রভাব রয়েছে, যা শীতের প্রকোপ কমিয়েছে। এর ফলে এবার তীব্র শৈত্যপ্রবাহ অনুপস্থিত ছিল।
বিশেষজ্ঞরা মনে করেন, শীতের এ মৃদু অবস্থা জলবায়ু পরিবর্তনেরই একটি প্রভাব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, চলতি বছর লা নিনা পরিস্থিতির কারণে শীত কম অনুভূত হয়েছে। এছাড়া কুয়াশা বেল্টও ভূমি থেকে তাপমাত্রা বের হতে বাধাগ্রস্ত করছে। এর ফলে শীত অনুভূত হলেও তা তীব্র আকার ধারণ করেনি।
তিনি আরও জানান, জানুয়ারির শেষের দিকে একটি স্বল্প মেয়াদি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে ফেব্রুয়ারি থেকে শীত কমে গিয়ে ধীরে ধীরে গরম বাড়বে।
ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক এবং জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই পড়ছে। বাতাসের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে গেছে। আগে শীত, বর্ষা, গ্রীষ্মকাল নির্দিষ্ট সময়ে আসত। এখন এসব ঋতুর আচরণ বদলে যাচ্ছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোকে তাদের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। তা না হলে বিশ্বজুড়ে আরও বেশি বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে। উন্নত দেশগুলো যদি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ নেয়, তবে এই সংকট মোকাবিলার পথ সুগম হতে পারে। অন্যথায়, জলবায়ুর এই অনিশ্চয়তা আরও বাড়বে এবং তার প্রভাব বাংলাদেশসহ পৃথিবীর ছোট দেশগুলোতে ভয়াবহ রূপ নিতে পারে।
জাগতিক/ এএস
মন্তব্য করুন