logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

জিয়াবাদ-মুজিববাদ নয়, জনগণের রাজনীতি চাই’

অনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৮
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আদর্শিক বিভাজন ও ‘বাদ’-এর রাজনীতি নয়, জনগণের স্বার্থই মূল বিষয় হওয়া উচিত—এমন মত প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গতকাল রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন—আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। বাংলাদেশের সার্বভৌমত্বের কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণ। জনগণের জন্যই আমরা লড়াই করতে চাই।’’

তিনি আদর্শিক বিভাজন ও সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক করে বলেন, ‘‘লাল সন্ত্রাস, নেভি সন্ত্রাস, সবুজ সন্ত্রাস—অনেক ধরনের সন্ত্রাস এসেছে। আমরা এই ধরনের কার্যক্রম চাই না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জাতিগত বিদ্বেষ ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়াই আমাদের লক্ষ্য।’’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পর জনগণকে অন্ধকারে রেখে তৈরি করা সংবিধান দেশকে বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিয়েছে। এই বিভাজন বিভিন্ন সংকট তৈরি করেছে, যার ফলস্বরূপ ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হয়েছে।

তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনকে ‘অন্ধকার সময়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘সেই সময়ের অনেক বিষয় এখনো মানুষের অজানা। এসব বিষয় নিয়ে অনেকে গবেষণা করছেন। ধীরে ধীরে সেগুলো মানুষের সামনে আসছে।’’

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন যে রাজনৈতিক দল গঠিত হবে, সেখানে পড়াশোনা ও আলোচনার পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণের মূল্যায়নকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ধারার ভিত্তি তৈরি করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জাগতিক / এএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়ার বিভিন্ন শহরে ৩২ জন বাংলাদেশি আটকে পড়েছে
কুয়ালালামপুরে ফের অভিযান, বাংলাদেশিসহ আটক ৪৫
এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন কানাডা জাতীয় দলের সামিত
আগামী পাঁচদিন পর্যন্ত টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
12