logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের জমি রক্ষায় গৃহায়ণ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্মারকলিপি ও আন্দোলন

অনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ১১:২৫
ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের ১৬ একর জমি রক্ষায় এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের দখলদারিত্ব থেকে জমি ও ফ্ল্যাট উদ্ধারের দাবিতে গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার সেগুনবাগিচায় গৃহায়ণ ভবন চত্বরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, ৫ আগস্ট গৃহায়ণ কর্তৃপক্ষকে রাকিন-বিজয় সিটির ফ্ল্যাট বিক্রি বন্ধের চিঠি দেওয়া হলেও প্রায় আড়াইশ’ ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। বক্তারা দাবি করেন, এসব বিক্রি সম্ভব হয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষের সহযোগিতায়।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বলেন, "স্বৈরাচারের দোসরদের সহযোগিতায় গৃহায়ণ কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধাদের জমি দখল ও ফ্ল্যাট বিক্রিতে সহায়তা করেছে। আমরা এই অনিয়মের প্রতিবাদ জানাই এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা চাই।

নজরুল ইসলাম আরও জানান, "ভুয়া মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম ও তার সহযোগীদের অত্যাচারে ইতোমধ্যে দুজন মুক্তিযোদ্ধা মারা গেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের মামলার আসামি এবং কারাগারে থেকেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের হুমকি দিয়ে যাচ্ছেন। আমরা তার জামিন বাতিল এবং হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে বক্তারা বলেন, "মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে জালিয়াতি ও জমি দখল প্রমাণ করে স্বৈরাচারী শাসকের থাবা কতটা ভয়াবহ। আমরা গৃহায়ণ কর্তৃপক্ষকে অনুরোধ করছি, এসব জমি ও ফ্ল্যাট অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিন।

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নেতারা জানান, দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

জাগতিক/ এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
প্রয়াত সংগীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল: স্মরণে কিংবদন্তির সঙ্গীত যাত্রা
বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহকে পুলিশে দিল ছাত্র-জনতা
বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা নিয়ে সোহেল তাজের ফেসবুক পোস্ট
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা