বিমান বোমা আতঙ্ক: হুমকির বার্তা পাকিস্তানি নম্বর থেকে
ঢাকাগামী বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া হুমকির বার্তা পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পাঠানো হয়েছিল। এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সোমবার (২২ জানুয়ারি) সকালে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 356-এর নিরাপত্তা হুমকি আসে। বার্তায় দাবি করা হয়, ফ্লাইটটিতে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে, যা ঢাকায় অবতরণের পর বিস্ফোরিত হবে।
বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএনের এক কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে এই বার্তা পাঠানো হয়। বার্তা পাওয়ার পরই ফ্লাইটটি নিরাপত্তার কারণে সকাল ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রুকে নিরাপদে নামানো হয়।
এপিবিএন সূত্র জানায়, বার্তাটি পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এসেছে। প্রেরক দাবি করেছেন, এটি সরাসরি হুমকি নয়, বরং সতর্কবার্তা। বার্তায় আরও ইঙ্গিত দেওয়া হয় যে কোনো বিরোধী গোষ্ঠী আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে এই ধরনের ষড়যন্ত্র করতে পারে।
সব যাত্রীদের ব্যাগ এবং বিমানের ভেতর বিস্তারিত তল্লাশি চালানো হয়। তবে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সিএএবি চেয়ারম্যান।
ফ্লাইটটি ইতালির লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে আসে। যাত্রীদের দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাগ ফেরত দিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বিমানটি বর্তমানে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণভাবে নিরাপদ বলে ঘোষণা দেওয়া হয়েছে। সিএএবি চেয়ারম্যান জানান, এই ঘটনায় তদন্ত চলছে এবং বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান করা হবে।
মন্তব্য করুন