logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করলো বিটিআরসি

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মেয়াদোত্তীর্ণ সাতটি টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিটিআরসি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানসমূহ
টেলিবার্তা লিমিটেড
র‍্যাংকস টেলিকম লিমিটেড
ন্যাশনাল টেলিকম লি.
বাংলা ফোন লিমিটেড
ওয়েসটেক লিমিটেড
ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড
ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড

বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নবায়নের জন্য কোনো আবেদন করেনি। এ কারণে এসব লাইসেন্সকে মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য করে বাতিল করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে:
বাতিল করা লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম পরিচালনা করা হবে অবৈধ।
এটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।
বাতিলকৃত লাইসেন্সের মূল সনদ কমিশনের কাছে জমা দিতে হবে।
যদি কোনো পাওনা বকেয়া থাকে, তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

বিটিআরসি জানিয়েছে, বাতিলকৃত লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো কোনো কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টেলিকম খাতে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে বিটিআরসির এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় তাদের গ্রাহকদের সেবায় কী প্রভাব পড়বে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মোবাইল ইন্টারনেটে সুখবর, চালু হচ্ছে ‘ক্যারি ফরওয়ার্ড’ সুবিধা
নিষেধাজ্ঞা জারি হলো শেখ হাসিনার বক্তব্য প্রচারে
"ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে সরকার" মন্তব্য বিটিআরসি চেয়ারম্যান