ওষুধ, মোবাইল-ইন্টারনেট ও রেস্তোরাঁ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি ওষুধ, মোবাইল ফোন সেবা, ইন্টারনেট, রেস্তোরাঁ ও মোটর গাড়ির গ্যারেজসহ বিভিন্ন খাতে আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার করেছে। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআর এই সিদ্ধান্ত জানিয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ৯ জানুয়ারি সরকার ভ্যাট আইন সংশোধন করে কিছু পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট আরোপ করেছিল। তবে নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের অনুরোধ এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় সরকার এই বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ওষুধ শিল্পের ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এতে করে পূর্বের ২.৪% ভ্যাট হার পুনর্বহাল থাকবে।
মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর থাকা বর্ধিত সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। একইভাবে, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্কও তুলে নেওয়া হয়েছে।
থ্রি-স্টার, ফোর-স্টার ও ফাইভ-স্টার হোটেল ছাড়া অন্যান্য সব ধরনের রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এতে করে মধ্যবিত্ত ও সাধারণ গ্রাহকদের জন্য রেস্তোরাঁ সেবার ব্যয় কমবে।
গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ওপর আরোপিত বাড়তি ভ্যাটও পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
নন-এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার এবং নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনে সেবার ভ্যাট হার ১৫% থেকে কমিয়ে ১০% নির্ধারণ করা হয়েছে।
এনবিআরের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের খরচ কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ওষুধ, ইন্টারনেট ও রেস্তোরাঁ খাতে ভ্যাট প্রত্যাহার বড় পরিসরে জনকল্যাণে ভূমিকা রাখবে।
জাগতিক /এস আর
মন্তব্য করুন