logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশকে সহযোগিতার অঙ্গীকার জাতিসংঘের শরণার্থী হাইকমিশনারের

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৭:০২
ছবি: সংগৃহীত

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ইউএনএইচসিআর প্রস্তুত রয়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি।
ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, রোহিঙ্গা সংকটের বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ ও সমাধানে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী এই সংকটের প্রতিকার অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশসহ অন্যান্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ।

এ সময় অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের সমাধানে এক বিশেষ বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য সহায়তা চেয়ে গ্র্যান্ডির কাছ থেকে সমর্থন চান। তিনি বলেন, "বিশ্বের আরও দৃষ্টি আনার জন্য এবং নতুন করে রোহিঙ্গাদের আগমন ঠেকাতে আমাদের একযোগে কাজ করা দরকার।

রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণে উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য গ্র্যান্ডিকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “এতদিন বাঁশ ও ত্রিপল দিয়ে আশ্রয় তৈরি করা হলেও এখন উন্নত উপকরণের ব্যবহারের অনুমতি আমাদের আরো ভালভাবে সহায়তা করতে পারবে।
বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান নিয়ে আলোচনা হয়।

এদিকে, অধ্যাপক ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে বৈঠকেও রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন এবং মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরির জন্য জার্মানির সহায়তা চান।

এছাড়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিনল্যান্ডের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান এবং সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান অধ্যাপক ইউনূস। তিনি ২৫ জানুয়ারি দেশে ফিরবেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক 
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সহায়তায় নির্বাচন কমিশনকে প্রযুক্তি উপকরণ প্রদান
৪ আগস্ট থেকে ৪০ মাজারে ৪৪ বার হামলা: প্রেস উইং