সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) পৃথক দুটি অভিযানে গ্রেফতার করা হয় তারা। গ্রেফতারকৃতরা হলেন- বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আইন উদ্দিন (৪১) এবং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেন (৪১)।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, "গত বছরের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।"
এ ঘটনায় মধ্যনগর থানার পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং গ্রেফতারকৃতদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উদঘাটনের চেষ্টা করছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন