logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না: আব্দুল মঈন খান

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, "আওয়ামী লীগ কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না," এমনকি ১৯৭১ সালে তারা নিজেদের জান রক্ষার জন্য সাত কোটি মানুষের জীবনকে পাকিস্তানি বাহিনীর সামনে ফেলে দিয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মঈন খান অভিযোগ করেন, "আওয়ামী লীগ জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে।" তিনি আরও বলেন, "আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি জবরদস্তি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে জনগণকে তা পরিষ্কারভাবে জানতে হবে।

এ সময় তিনি ২৪-এর আন্দোলন প্রসঙ্গে বলেন, "ফ্যাসিবাদ আর টিকতে পারে না, এটি প্রমাণিত হয়েছে।" মঈন খান জানান, "বর্তমান সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া।"
তিনি আরও বলেন, "বিএনপি জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনবে, এবং একটি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

এছাড়া, মঈন খান মন্তব্য করেন যে ২৪ সালের আন্দোলন বিএনপির শক্তিশালী অবস্থান ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতে পারবে না: প্রেস সচিব
সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার
বিএনপির মাইকিং চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম
যুক্তরাষ্ট্রে গোলাপের ৯টি সম্পত্তি জব্দ, ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ