logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাবির ছাত্রনেতা শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত, বিচারের দাবি সবার

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে মহানগরীর হেতেম খাঁ এলাকায় এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।
শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটির গুরুত্বপূর্ণ সদস্য।

সমন্বয়ক মেহেদী সজীব জানান, হেতেম খাঁ এলাকার একটি ছাত্রাবাসে শহীদ থাকতেন। ছাত্রাবাসের পাশে তার ওপর একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। ছাত্রাবাসের কয়েকজন এগিয়ে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করলে তারাও আহত হন। জানা গেছে, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি এই হামলার নেতৃত্ব দিয়েছেন।
তৎক্ষণিকভাবে শহীদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
রাবি সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, “এই কাপুরুষোচিত হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি ন্যায়ের সংগ্রামের চেতনাকে স্তব্ধ করার গভীর ষড়যন্ত্র। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাই।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, “ঘটনার পর আমরা তদন্ত শুরু করেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

রাবি শিক্ষার্থী এবং সমন্বয়ক কমিটির সদস্যরা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন।
শহীদ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহপাঠীরা জানান, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

এ ঘটনা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থী মহলে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দোষীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন
মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা নিয়ে ঢাবিতে বিক্ষোভ
জাতীয় নাগরিক কমিটির নেতার বিরুদ্ধে আদিবাসী হামলায় জড়িত থাকার অভিযোগ
সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার