logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপির মাইকিং চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৬:০৪
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে মাইকিং কার্যক্রম শুরু করেছে বিএনপি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই মাইকিংয়ের মাধ্যমে জনগণকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চালানো মিথ্যা অভিযোগ ও অপপ্রচার সম্পর্কে সচেতন করা হচ্ছে।

বিএনপির দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একটি বিশেষ গোষ্ঠী তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক বলেন, “আওয়ামী লীগের দোসরা সক্রিয় হয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ নানা বিশৃঙ্খল কর্মকাণ্ড করছে, যা সম্পূর্ণ মিথ্যা। এতে বিএনপির নেতাকর্মীদের সম্মানহানি হচ্ছে।
তিনি আরও জানান, বিএনপির নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। জনসাধারণকে বিভ্রান্ত করে দলটির ওপর দায় চাপানোর চেষ্টা চলছে।

এ পরিস্থিতি মোকাবিলায় এবং জনগণকে সঠিক তথ্য জানাতে উপজেলা জুড়ে মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে আহ্বান জানানো হচ্ছে যেন তারা এসব মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের দোসরদের এই কর্মকাণ্ড তাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। এসব মিথ্যা অভিযোগ বন্ধে দলীয় কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে আহ্বান জানানো হচ্ছে।

বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক জানিয়েছেন, “এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে বিএনপি। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের কর্মসূচি চলমান থাকবে।”
প্রেক্ষাপট গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের জের ধরে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিএনপিকে লক্ষ্য করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

এ মাইকিং কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মতামত মিশ্র। কেউ কেউ মাইকিংয়ের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ এসব রাজনৈতিক অভিযোগ নিয়ে বিভ্রান্ত।
বেতাগী উপজেলার রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তাপ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় সবাই।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতে পারবে না: প্রেস সচিব
সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার
আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না: আব্দুল মঈন খান