logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লক্ষ্মীপুরে অবৈধ যানবাহন বন্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ।

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৫:১৪
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের আন্দোলনে এক ঘণ্টা ধরে সড়ক অবরুদ্ধ থাকে, ফলে যানজটের কারণে সাধারণ মানুষ এবং পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীদের দাবি, জেলার সড়কগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ যানবাহন চলাচল করছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। তাদের মতে, গত ২১ দিনে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট-ঢাকা মহাসড়কসহ অন্যান্য সড়কে ২২ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনার পেছনে অবৈধ যানবাহনের ভূমিকা রয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

শিক্ষার্থীরা দাবি করেন, অবৈধ যানবাহন চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অবৈধ যানবাহন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, অবৈধ যানবাহন বন্ধে মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই এই সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। তিনি দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ ধরনের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাধারণ মানুষও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

জাগতিক/এস এ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন’—লক্ষ্মীপুরে জামায়াতের ডাক
সোমবার সকাল থেকে শিক্ষার্থীদের এই আন্দোলন অব্যাহত রয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে পোস্ট দিচ্ছেন
ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যেই চান শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা পুরো সেট পাচ্ছে না সবাই