গুলশান ও বাড্ডায় হামলা করে কুপিয়ে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের কাছ থেকে ডলার-ইউরো লুট
রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায় ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় তিনজন আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা, ডলার ও ইউরো লুট করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে। গুলশানে ছিনতাইয়ের শিকার হয়েছেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী কাদের শিকদার (৩৫) ও আমির হামজা (২৫)। তাদের কাছ থেকে প্রায় ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং নগদ ৮০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আহত কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার।
তিনি জানান, রাতে মোটরসাইকেলে করে অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান-২ এলাকায় ১০-১২ জনের একটি দল তাদের পথ আটকায়। চাপাতি ও রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করার পর তাদের কাছে থাকা অর্থ নিয়ে যায়। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, বাড্ডার মেরুল এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িচালক মোহাম্মদ টিপু মিয়া (২২)। রাত ১২টার দিকে রিকশায় যাওয়ার সময় চার-পাঁচজনের একটি দল তার পথ আটকায়। টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে। তারা মোবাইল ফোন ও ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
আহতের বন্ধু মো. আজিজ জানান, গুরুতর অবস্থায় টিপুকে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনাগুলোতে তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
জাগতিক/ এএস
মন্তব্য করুন