ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি
ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন তার আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক কর্মী তারিকুল ইসলামকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে দুজনকে একে অপরকে ভারত এবং বাংলাদেশ দখল করে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিতে দেখা যায়।
অনুষ্ঠানে বাংলাদেশি রাজনৈতিক কর্মী তারিকুল ইসলাম ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তিনি বলেন, "শেখ হাসিনাকে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে এবং ভারত বাংলাদেশ নিয়ে নানা ভুয়া সংবাদ ছড়াচ্ছে..." এরপর ময়ূখ রঞ্জন উত্তেজিত হয়ে বলেন, "ভূট্টা চুরি করতে আসেন কেন ভারতে, নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? এটা কি আপনাদের স্বাধীনতা?
এই উত্তেজনা আরো বৃদ্ধি পায়, ময়ূখ বলেন, "দেশ চুরি করে নিবো", এবং তারিকুলকে আরও অপমান করে বলেন, "গ্যাসের ঔষধ খেতে ভুলে গেছে?
পরে তারিকুল ইসলাম চিৎকার করে বলেন, "ভারতকে মানচিত্র থেকে মুছে দিবো। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম যদি বাংলাদেশে আর একটা লাশ পড়ে, এই রাজ্যগুলোকে শ্মশানঘাট বানিয়ে ফেলবো। ফুটবল খেলার মাঠ বানাবো।" তার এই হুমকি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
এই ঘটনায় অনুষ্ঠানটির স্বাভাবিক আলোচনা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। ময়ূখ রঞ্জনও পরে মন্তব্য করেন, "মোহাম্মদ ইউনূস দেশকে চালাতে পারছেন না।
এ ধরনের মন্তব্যের পর উভয় দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমন হুমকি চিন্তার কারণ হয়ে উঠেছে। যদিও এই বিষয়ে সরকার বা কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটির ব্যাপক শেয়ারিং ও আলোচনা চলছে।
এটি কোন প্রথম ঘটনা নয় যখন ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিক্ত মন্তব্য শোনা যাচ্ছে। একাধিকবার এ ধরনের বিতর্কিত মন্তব্য উত্থাপিত হয়েছে, যা দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন