logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেশের ৯ শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯
ছবি: সংগৃহীত

ভারতের পাশাপাশি নেপাল ও ভুটান থেকেও আলু আমদানির জন্য দেশের আরও ৯টি শুল্ক স্টেশনকে অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২১ জানুয়ারি) এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন অনুমোদিত শুল্ক স্টেশনগুলো হলো
১. চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ২. কুড়িগ্রামের সোনাহাট ৩. জামালপুরের ধানুয়া কামালপুর ৪. শেরপুরের নাকুগাঁও ৫. ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী ৬. সিলেটের তামাবিল, জকিগঞ্জ এবং শেওলা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত এই শুল্ক স্টেশনগুলো দিয়ে আলু আমদানি করা যাবে।

বাংলাদেশে বছরে আলুর চাহিদা ৮৫-৯০ লাখ টন। তবে দেশে উৎপাদন হয় ১০৬ লাখ টন। উৎপাদনের ২৫ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ হিসেবে ব্যবহারের পর সরবরাহ হয় সাড়ে ৭৯ লাখ টন।
২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে দেশে প্রায় দেড় লাখ টন আলু আমদানি হয়েছে। বর্তমানে বেনাপোল ও ভোমরা শুল্ক স্টেশন দিয়ে সবচেয়ে বেশি আলু আমদানি করা হয়।

শুল্ক স্টেশন বৃদ্ধির ফলে আলু আমদানির প্রক্রিয়া সহজ ও গতিশীল হবে। বিশেষ করে উত্তরবঙ্গ ও সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা এখন নিজ এলাকায় শুল্ক স্টেশনের মাধ্যমে আমদানি করতে পারবেন। এটি আমদানিকৃত আলুর সরবরাহ বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের আলুর বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে। বিশেষ করে শীতকালীন মৌসুমে চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করা যাবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ওষুধ, মোবাইল-ইন্টারনেট ও রেস্তোরাঁ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার
ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি
রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে নিত্যপণ্যের আমদানি বেড়েছে
লাদাখে চীনের সামরিক মহড়া: ভারত কি নতুন সংকটে