সুষ্ঠু ভোট উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন (ইসি) বর্তমানে শুধু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বুধবার (২২ জানুয়ারি) বরিশালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ইসি মাছউদ বলেন, "আমাদের মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। এ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে কমিশন।"
তিনি আরও বলেন, "স্থানীয় সরকার নির্বাচন নয়, আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছি। জনগণকে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।
সভায় নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর জোর দিয়ে ইসি মাছউদ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, "ভুয়া ভোটার থাকলে তা প্রমাণ সাপেক্ষে বাতিল করা হবে। সবার সহযোগিতায় আমরা নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে চাই।"
মতবিনিময় সভায় বরিশাল জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। কমিশনার মাছউদ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কমিশন সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে ইসি কঠোর পদক্ষেপ নিচ্ছে। ভোটারদের সচেতনতা এবং সঠিক তথ্য নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের সব কার্যক্রম নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশনার মাছউদ বলেন, "জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি ভোট যেন গণতন্ত্রের প্রতিফলন ঘটায়, সেই লক্ষ্যে কাজ করছি।"
কমিশন আশা প্রকাশ করছে, আসন্ন জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়ে সবার অংশগ্রহণে একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন