logo
  • শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১১:৫৭
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকার একটি গাছ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান। পরে তারা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে বিষয়টি জানান।

ঢাবির গণিত বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক বলেন, “সকালে ক্লাসে যাওয়ার সময় গাছের ডালে একটি লাশ ঝুলে থাকতে দেখি। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস লাশটি নামায়।”

ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, লাশটি নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, “ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।”

শাহবাগ থানার ওসি মনসুর খালিদ জানান, প্রাথমিক তদন্ত চলছে। আপাতত লাশটি মর্গে রাখা হয়েছে।

মৃত্যুর কারণ এবং লাশের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

জাগতিক/ এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
দেশের বিভিন্ন জায়গা থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’, যে নির্দেশনা ডিএমপির
মার্চ ফর ইউনিটি ভোর থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেলের পর থেকে গাড়ি প্রবেশ সীমিত থাকার ঘোষণা