বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক
সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে ড. ইউনূস ও প্রেসিডেন্ট স্টাব বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনীতিতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট বিশেষভাবে উল্লেখযোগ্য।
ডব্লিউইএফ সম্মেলনে অংশ নিতে সোমবার (২০ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে ডাভোসে পৌঁছালে সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।
ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান ও ভূমিকা জোরদার করার একটি বড় উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। এ বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে।
চার দিনের সরকারি সফরে ড. ইউনূস বিভিন্ন বৈঠক এবং আলোচনায় অংশ নেবেন। তিনি আগামী ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। তার এই সফর বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের ভূমিকা প্রসারিত করার পাশাপাশি আন্তর্জাতিক নীতিনির্ধারকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ডব্লিউইএফ সম্মেলন বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা ও সমাধানের পথ খোঁজার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে ড. ইউনূসের উপস্থিতি বাংলাদেশের জন্য নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এই বৈঠক আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি এবং বৈশ্বিক অংশগ্রহণকে আরও সুদৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন