logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তিন বাহিনীর নতুন পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেফতার করা হোক: আসিফ আকবর 

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১১:২৮
ছবি: সংগৃহীত

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোমবার (২০জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পোশাকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে আয়রন কালার, র‌্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারের জন্য গোল্ডেন হুইট রঙের পোশাক।

এই পরিবর্তন নিয়ে অনেকেই মতামত প্রকাশ করেছেন। বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এ বিষয়ে কঠোর সমালোচনা করেছেন। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি পোশাকের ডিজাইনার এবং অনুমোদনকারী সংশ্লিষ্টদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

পোশাক পরিবর্তনের ছবি শেয়ার করে আসিফ লেখেন, "তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে গ্রেপ্তার করা হোক।"

তিনি আরও বলেন, "যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের মানসিক পরীক্ষা করা প্রয়োজন। সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে এর দায় সরকারকেই নিতে হবে।"

নতুন পোশাকের রঙ ও ডিজাইন নিয়ে সমালোচনা যেমন হয়েছে, তেমনি কেউ কেউ এর পক্ষে মতও দিয়েছেন। তিন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পোশাক তাদের কাজের প্রয়োজন এবং আধুনিকতার সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত নিয়ে এই বিতর্ক সামনের দিনগুলোতে কী দিকে গড়ায়, তা দেখার অপেক্ষায় সবাই।

জাগতিক/ এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি ২.৯৯% বৃদ্ধি
পুলিশের নতুন পোশাক নিয়ে প্রশ্ন ও অসন্তোষ
সাবেক এমপি মোস্তফা জালালকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে
পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাকে আসছে নতুন রং