টিকা সংকটে পান্থপথে প্রবাসীদের সড়ক অবরোধ
রাজধানীর পান্থপথে টিকা না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী প্রায় ৩০০ প্রবাসী। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্কয়ার হাসপাতালের সামনে তারা এই আন্দোলন শুরু করেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রবাসীদের অভিযোগ, তারা বিভিন্ন হাসপাতাল থেকে টিকা নিতে গিয়ে টিকা না পেয়ে স্কয়ার হাসপাতালে এসেছিলেন। তবে এখানেও টিকার সংকট দেখা দেয়। ক্ষুব্ধ হয়ে প্রবাসীরা রাস্তায় নেমে আসেন।
স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান জানিয়েছেন, হাসপাতালে মেনিনজাইটিস টিকার মজুত শেষ হয়ে গেছে। তিনি বলেন, “সাধারণত প্রতিদিন ১০-১৫ জন টিকা নিতে আসেন। তবে আজ ৩০০ জনের বেশি মানুষ টিকা নিতে এসেছেন। আমরা এত সংখ্যক মানুষের জন্য প্রস্তুত ছিলাম না।”
তিনি আরও জানান, নতুন টিকা আমদানিতে ১০-১৫ দিন সময় লাগতে পারে। এ বিষয়ে রেডিয়েন্ট ফার্মা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এদিকে, শেরে-বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের বলেন, “প্রবাসীদের সড়ক অবরোধের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
জানা গেছে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক। সম্প্রতি হজ ও ওমরা যাত্রীদের জন্য এই টিকা নেওয়ার নতুন নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, যা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
প্রবাসীদের টিকা সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
জাগতিক/ র
মন্তব্য করুন